নাটোর প্রতিনিধি : ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬হিঃ উপলক্ষে আজ (সোমবার) নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইসলামিক ফাউণ্ডেশন নাটোর জেলা কার্যালয়ের সহযোগিতায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, দুআ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান এবং স্বাগত বক্তব্য পেশ করেন ইসলামিক ফাউণ্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম। সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের উপর আলোচনা করেন নাটোর কান্দিভিটা জামে মসজিদের খতীব হাফেজ গোলাম মোস্তফা ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহমদ রফিক বাবন।
সভা শেষে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কিরাত, আযান, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: