• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উন্নয়নে শেখ হাসিনা অদ্বিতীয় : ডেপুটি স্পিকার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৬ পিএম
উন্নয়নে শেখ হাসিনা অদ্বিতীয়
ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুখীদের নানা প্রকার ভাতা, ত্রাণ-সহায়তা প্রদান করছেন বলেছেন, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু । সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। শেখ হাসিনা বাঙালি জাতিকে যতটুকু উন্নয়ন এনে দিতে পেরেছেন, অন্য কোনো নেতা-নেত্রী তা দিতে পারেননি।

শুক্রবার পাবনার বেড়া উপজেলা কৃষক লীগের অধীন নতুন ভারেঙ্গা ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষি ও বিদ্যুৎ উৎপাদন এবং শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। 
বর্তমানে গৃহহীনরা বিনামূল্যে জমির মালিকানাসহ ঘর পাচ্ছে। শেখ হাসিনা দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করেছেন। 

নতুন ভারেঙ্গা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক ও বোর্ড অব গভর্নেন্সের সদস্য ড. এস এম নাসিফ শামসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image