• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রেজ্জাকের ইন্তেকাল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৯ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:০১ পিএম
শিক্ষক আব্দুর রেজ্জাকের ইন্তেকাল
ফাইল ছবি

মো. নজরুল ইসলাম, ব্যুরো প্রধান ময়মনসিংহ: গত ২৮ আগষ্ট’ ২০২১ শনিবার সকাল ৬ ঘটিকায় নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর উত্তরপাড়া নিবাসী মরহুম আছির উদ্দিন মাষ্টারের জ্যেষ্টপুত্র অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রেজ্জাক মাষ্টার ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ,২ কন্যা,নাতি নাতনী, আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শিক্ষক আব্দুর রেজ্জাক মাষ্টারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ১নং মৌগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনীসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানা যায়, শরীক হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

ঐদিন বাদ আছর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / মো. নজরুল ইসলাম

আরো পড়ুন

banner image
banner image