• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫১ এএম
ইসরাইল
নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল-হামাসের সংঘাতের পঞ্চম দিনে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।  গাজায় এবার ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ ওঠেছে ইসরাইলের বিরুদ্ধে।

ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি বুধবার (১১ অক্টোবর) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার আল কারামা এলাকায় আগের দিন রাতে সাদা ফসফরাস বোমা ফেলেছে। 

সাদা ফসফরাসকে একটি ‘আগ্নেয়’ অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক আইন অনুসারে, বেসামরিকদের মধ্যে থাকা সামরিক লক্ষ্যবস্তুতে এর ব্যবহার নিষিদ্ধ। 

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল কারামার বোমা হামলার দৃশ্যসহ একটি ভিডিও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে। তবে আল জাজিরা তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা যাচাই করতে পারেনি। 

বিবিসির জানিয়েছে, সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ নয়, তবে বেসামরিক এলাকায় এর ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।
 
সাদা ফসফরাস এক ধরনের বিষাক্ত পদার্থ। এটি ফসফরাসেরই আইসোটোপ, যা অনেকটা মোমের মতো। অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলি তৈরি করে। 

এটি এতই আঠালো যে, কোথাও লাগলে তা মুছে ফেলা বেশ কঠিন। এমনকি ক্ষত থেকে ব্যান্ডেজ খোলার পর অক্সিজেনের সংস্পর্শে এলে ফের সেখানে আগুন জ্বলে উঠতে পারে। কেবল ত্বকই নয়, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরেও প্রবেশ করে সাদা ফসফরাস।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image