• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঘন ঘন আর শেষরাতেই কেন আগুন লাগছে: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৭ পিএম
ঘন ঘন আর শেষরাতেই কেন আগুন লাগছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ডেস্ক রিপোর্টার : রাজধানীর বিভিন্ন মার্কেটে ঘনঘন আগুন লাগছে। মানুষের মনে প্রশ্ন ওঠেছে যে, শেষরাতেই কেন আগুন লাগছে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৬ এপ্রিল) তেজগাঁও বাজার কলোনির নিম্ন আয়ের মানুষদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি অগ্নিকাণ্ডের পেছনে কোনো না কোনো কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতাও থাকে। তবে আমরা এখনো নিশ্চিত না। আমাদের সবার মনে প্রশ্ন, ঘন ঘন আর শেষরাতেই কেন আগুন লাগছে।

তিনি পর পর আগুনের ঘটনায় উদ্বেগও প্রকাশ করেন। অগ্নিকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখছেন কি-না প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত করে সুনিশ্চিত হওয়া ছাড়া এ বিষয়ে বলা যাবে না।
 
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করেছে।

গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে রাজধানীর নবাবপুরে একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল।

তারও আগে, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ৭৫ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
 
এ ঘটনার পরেই আবার ৮ এপ্রিল সকাল ৮টা ৫ মিনিটের দিকে বঙ্গবাজারের পাশে মালেকা মার্কেটের ৪ তলায় একটি গোডাউনে আগুন লাগে। ওই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করেছিলো।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image