• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিনাজপুরে পুলিশি বাধা উপেক্ষা করে জামাত-শিবিরের গনমিছিল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৬ পিএম
পুলিশি বাধা উপেক্ষা করে
জামাত-শিবিরের গনমিছিল

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাঃ শফিকুর রহমানের মুক্তি সহ ১০ দফা বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে গনমিছিল করেছে জামাত শিবির। এ সময় অনন্ত ১৫ জন শিবির কর্মীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে রেলওয়ে স্টেশন চত্বর থেকে গন মিছিলটি শুরু হয়ে দিনাজপুর  পৌরসভা মোড়ে গিয়ে  শেষ হয়।

দিনাজপুর স্টেশন চত্বরে জামাত-শিবিরের গনমিছিল শুরু হলে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম সহ কোতয়ালি থানার  পুলিশ মিছিলটিকে  বাধা দেওয়ার চেষ্টা করলে এ সময় গন মিছিল থেকে এক জন শিবির নেতাকে আটক  করলে শিবির কর্মীদের বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দেয়। । 

পরবর্তীতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনন্ত ১৫জন শিবির কর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। অপরদিকে জেলা বিএনপির আয়োজনে বিএনপির শতাধিক  নেতা কর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শান্তিপূণ ভাবে শেষ  হয়। এ সময় বিএনপির  বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও  রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

ঢাকানিউজ২৪.কম / কোহিনুর

আরো পড়ুন

banner image
banner image