
ডেস্ক রিপোর্টার: এবার শ্রীলঙ্কার সঙ্গেও বাকি থাকা টেস্টে আর খেলা হচ্ছেনা বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের। প্রোটিয়াদের বিপক্ষে ইনজুরি ও শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি শরিফুল। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন এবং ঢাকা টেস্টেও শরিফুলকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ২০ ওভার বোল করেছেন শরিফুল। সেখানে ৫৫ রান দিয়ে কোনো উইকেট না পেলেও শরিফুলই ছিলেন বাংলাদেশের সেরা পেসার। পরবর্তীকালে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
গতকাল লঙ্কান বোলার কাসুন রাজিথার বাউন্সারে আঘাত পান শরিফুল। আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে শরিফুল করেছিলেন ১১ বলে ৩ রান। শরিফুল না থাকায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পেস অ্যাটাকে শুধু থাকলেন শুধু খালেদ আহমেদ।
পঞ্চম দিনের শুরু থেকেই মারমুখী হয়ে খেলছে লঙ্কান ব্যাটসম্যানরা। এই প্রতিবেদন পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০৬ রান। লিড নিয়েছে ৩৮ রানে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: