• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সেবায় দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা বাহিনী: টিআইবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৫৮ পিএম
দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা বাহিনী
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)

নিউজ ডেস্ক : দেশে গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতির শিকার হয়েছে বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে।

সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হন ৭৪ দশমিক ৪ শতাংশ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী বলতে বোঝানো হয়েছে পুলিশ, র‌্যাব, আনসারের মতো বাহিনীগুলোকে।

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বুধবার সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় খানা জরিপ প্রতিবেদনের তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, সেবাদানে দুর্নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পরই অবস্থান পাসপোর্ট অধিদপ্তরের। এ সংক্রান্ত সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হন ৭০ দশমিক ৫ শতাংশ মানুষ।

এ দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত বছর এ সংস্থাটির সেবা নিতে গিয়ে ৬৮ দশমিক ৩ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হন।

এর বাইরে বিচারিক সেবা নিতে গিয়ে দুর্নীতিতে পড়েছেন ৫৬ দশমিক ৮ শতাংশ মানুষ। এ ছাড়া ৪৮ দশমিক ৭ শতাংশ মানুষ স্বাস্থ্য খাতে সেবা পেতে দুর্নীতির শিকার হন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image