• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আবাদী জমিতে পুকুর খনন অতপর জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৯ পিএম
অবৈধভাবে পুকুর খননের অপরাধে জনিমানা
পুকুর খননরত অবস্থায় ড্রেজার মেশিনের ছবি

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাশিপুর কাদীহাট গ্রামের কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে একটি ড্রেজার মেশিন জব্দসহ আব্দুল আলিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইন্দ্রজিৎ সাহা। 

গত রবিবার ৫ সেপ্টেম্বর বিকালে রাণীশংকৈল উপজেলার কাদীহাট গ্রামে অভিযান চালিয়ে তিনি একটি ড্রেজার মেশিন জব্দ ও আব্দুল আলিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার (ভূমি) জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমি ঐ এলাকা পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখি কাদীহাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল আলিম ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষিভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছেন।

এই অপরাধে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন- দণ্ডবিধি ১৮৬০ এর ১৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
 

ঢাকানিউজ২৪.কম / হুমায়ুন কবির

আরো পড়ুন

banner image
banner image