
নিউজ ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানিয়েছেন, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের কয়েকটি দেশের রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞায় তুরস্ক যোগ দেবে না। রোববার আন্তালিয়ায় একটি কুটনৈতিক ফোরামে এই কথা জানান ।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে তুরস্কের অবস্থান সম্পর্কে মেভলুত কাভুসোগলু বলেন, আমরা বিশ্বাস করি নিষেধাজ্ঞা সমস্যার সমাধান করবে না। আকাশপথ ধরেন, মন্ট্রেক্স কনভেনশন অনুযায়ী এটা বন্ধ করার এখতিয়ার আমাদের নেই। এটা আইনি বাধ্যবাধকতা। রোববার রুশ সংবাদ সংস্থা তাস এই খবর প্রকাশ করেছে।
অন্যদিকে একই সময়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ওই কূটনৈতিক ফোরামে বলেছেন, মস্কোর ওপর ন্যাটো সদস্যভুক্ত সব দেশ নিষেধাজ্ঞা আরোপ করবে এমনটাই প্রত্যাশা করে সামরিক জোটটি।
উল্লেখ্য, রোববার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৮ তম দিন চলছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এ ছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: