
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা গিলে খান না, দেশের উন্নয়ন করেন।
জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে ১৩ অক্টোবর সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে করে যাচ্ছেন, এটা উন্নয়নের রোলমডেলই নয়, বলা চলে উন্নয়নের স্বর্ণমডেল। দ্রুততার সঙ্গে এত উন্নয়ন একটা দেশ করতে পারে, তার অনন্য উদাহরণ শেখ হাসিনা। তিনি টাকা গিলে খান না, বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না।'
আইএমএফ প্রতিবেদনে জানিয়েছে, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভাল। বর্তমানে দেশের জিডিপি ৬ শতাংশ, যা ২০২৮ সালে ৭ শতাংশে উন্নীত হবে। ‘এটা তাদের ভবিষ্যদ্বাণী’, যোগ করেন শাজাহান খান।
তিনি বলেন, 'খালেদা জিয়ার বয়স অনেক, এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দেবেন খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে। সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে।'
তিনি আরও বলেন, 'বিএনপি ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। দলটি তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দেবে। নির্বাচনের দিন সন্ত্রাসী কার্যক্রম করবে। দেশের জনগণ এ ব্যাপারে অনেক সর্তক ও সচেতন। এরই মধ্যে পথ হারিয়েছে তারা। কাজেই বলব, নির্বাচনে আসুন; সব দলের অংশগ্রহণে বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।'
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: