• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তেলের দাম কমতে পারে অক্টোবরে : বাণিজ্যমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৪৬ পিএম
তেলের দাম  অক্টোবরে কমতে পারে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আগামী মাসে (অক্টোবর) বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম এক ধাপ কমতে পারে । এ ছাড়া নিত্যপণ্যের দাম কমবে বলেও জানান তিনি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে দুদিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আগামী মাসে ভোজ্যতেলের দাম এক ধাপ কমতে পারে। আর ট্যারিফ কমিশনের সিদ্ধান্তক্রমে আগামী মাসে নিত্যপণ্যের দামও কমতে পারে।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিস্তাসহ অভিন্ন সব নদী নিয়ে আলোচনাও বেশ ফলপ্রসূ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও অ্যাগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগে উৎসাহ দেখিয়েছেন। এতে অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।’

এর আগে ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিনের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image