
সুমন দত্ত :
সোনালী আঁশ পাটের সাথে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়, বাঙালীর অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃতি ইতিহাস। অন্যান্য বছরের ন্যায় এবারও বস্ত্র ও পাট মন্ত্রণালয় ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করতে যাচ্ছে।
জাতীয় পাট দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৫ মার্চ (রোববার) বস্ত্র ও পাট মন্ত্রী মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাট ও পাটপণ্য শুধু পরিবেশবান্ধব এবং সহজে পচনশীলই নয় এটা পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। বর্তমান বিশ্ব বাস্তবতায় পরিবেশবান্ধব তন্তু হিসেবে আবার পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে।
ধারণা করা হচ্ছে, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই সারা বিশ্বে তিনগুণ বেড়ে যাবে। বিশ্বব্যাপী পাটের ব্যাগের চাহিদা বৃদ্ধি ও আমাদের দেশের উন্নতমানের পাট এ দুই হাতিয়ার কাজে লাগাতে পারলে বাংলাদেশেরও সফলতা আসতে পারে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: