
ডেস্ক রিপোর্টার : নোবেল বিজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের পাওনা পরিশোধ না করে তাদের ঠকানোর পাশাপাশি অবৈধ উপায়ে মামলার ফয়সালা করার অভিযোগ রয়েছে বলেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর মাধ্যমে নোবেল পুরস্কারকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
সোমবার (৮ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর অত্যন্ত সফল। শেখ হাসিনা বিভিন্ন দেশ থেকে এত প্রশংসা পাওয়ার পর বিএনপি নেতাদের মাথাখারাপ হয়ে গেছে।
বিশ্ব অঙ্গনে জননেত্রী শেখ হাসিনা কোথায় পৌঁছেছেন, সেটি বুঝতে নিশ্চয়ই বিএনপি সক্ষম হয়েছে। সেটি অনুধাবন করতে সক্ষম না হলে বিএনপি ভুল করবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি নেতারা নির্বাচন প্রতিহত করা, নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে। বিএনপি নির্বাচন বর্জন করতে পারে। কিন্তু নির্বাচন ঠেকিয়ে দেয়ার ধৃষ্টতা দেখাতে পারে না।
তিনি বলেন, আসলে বিএনপি এমন একটি ব্যবস্থা চায়, যার মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসানো যায়; সেটি সম্ভব নয়। সংবিধান অনুসারেই নির্বাচন কমিশনের অধীন আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক দেশের নির্বাচনের মতোই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: