• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিনা অপরাধে জেল খাটায় প্রথম কোনো আসামি ক্ষতিপূরণ পেলেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩৫ পিএম
বিনা অপরাধে জেল
উচ্চ আদালত

নিউজ ডেস্ক : সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে  ভুয়া গ্রেফতারি পরোয়ানা জারির পর কারাগারে আটকে রাখার ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা দেয়া হয়। তার মধ্যে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ হাতে পেয়েছেন আওলাদ হোসেন।

সোমবার (১ আগস্ট) বিষয়টি হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জানানো হয়। একই সঙ্গে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের ওই মামলা আর পরিচালনা করবেন না বলেও আদালতকে জানানো হয়।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এমাদুল হক বশির এসব তথ্য নিশ্চিত করেন। এর ফলে প্রথম কোনো আসামি বিনা অপরাধে জেল খাটার ঘটনায় ক্ষতিপূরণ পেলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image