• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নান্দাইলে বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন এমপি তুহিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৯ পিএম
বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন
সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন

জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন রোববার (১লা জানুয়ারী) নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

নান্দাইল উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা সদর চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোষপালা ফাজিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এমপি তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। বই সংকটের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় নান্দাইল উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে একযোগে বই বিতরণের উৎসব পালন করা হয়েছে।

বিনামূল্যে বই বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের সাথে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, নান্দাইল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। তবে বই সংকটের থাকার কারনে নতুন বছরের শুরুতে বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে তেমন আনন্দ-উল্লাস দেখার মতো ছিল না।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image