
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচালিত হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমান আদালত। নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়ায় ইতোমধ্যে গত দুমাসে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ লাইন এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, ‘এ সময়ে সাধারণত এডিস মশার সংক্রমণে সৃষ্ট ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ডেঙ্গু রোধে কোন প্রতিষ্ঠান বা নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা আইনের আওতায় আনা হচ্ছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান চলমান থাকবে।’
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানার পূর্বে পুলিশলাইন এলাকার জেলখানা রোডে রাস্তায় নির্মাণসামগ্রী রাখার দায়ে এক ভবনমালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: