
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৭ ফেব্রুয়ারি) মস্কোয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও আপাতত কোনো রকম অস্ত্র কিংবা সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করা হবে না বলে জানিয়েছে বার্লিন।
সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যেই সোমবার মস্কো সফরে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মস্কো পৌঁছালে তাকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকে সীমান্ত উত্তেজনা নিরসনের উপায় খুঁজে বের করতে খোলামেলা আলোচনা করেন এই দুই নেতা।
আলোচনার মাধ্যমে সংকট সমাধানে রাশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান ম্যাক্রোঁ। তবে আলোচনার আগে, পূর্ব ইউরোপ থেকে ন্যাটো ও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানান পুতিন। উত্তেজনা নিরসনে আলোচনার জন্য উদ্যোগ নেওয়ায় ফ্রান্সকে ধন্যবাদ জানান তিনি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলেন অংশ নেন এই দুই নেতা।
একইদিন কিয়েভ সফরে যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রো কুলেভা' র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যে কোনো মূল্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোকাবিলার ঘোষণা দেন তিনি। তবে এখনই ইউক্রেনকে কোনো রকম সামরিক সরাঞ্জাম সহায়তা দেওয়া হবে না বলে জানান বেয়ারবক।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: