• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসকের ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪০ পিএম
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মেয়াদপূর্তিতে
জেলা পরিষদ প্রশাসকের ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মেয়াদপূর্তিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলরগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারগনের সাথে প্রশাসক মহিউদ্দিন মহারাজের ব্যতিক্রমধর্মী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল দুপুরে ভান্ডারিয়া উপজেলার  ইকোপার্কের ডাকবাংলোর সম্মুখে বিশাল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৭০৪ জন ৫৩ টি ইউনিয়নের  জনপ্রতিনিধি, ৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলরা অংশগ্রহণ করেন। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী মহিউদ্দিন মহারাজ  সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাবেক মন্ত্রী, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, স্বরূপকাঠি উপজেলা চেয়ারমান আব্দুল হক, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আবদুল সহিদ, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক মনি জমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিদুল ইসলাম মাহিম, পিরোজপুর সদর   উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়জিদ আহমেদ, স্বরূপকাঠি মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আকতার, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আরিফুল হক,সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুববর, ইন্দুরকানী ঊপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজজামান সেলিম, মঠবাড়িয়ার  হলতা গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো,সরুপকাঠী ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, ইউপি সদস্য নাজমুল আহসান শিপলু,সদস্যা মারুফা আকতার প্রমুখ। এদিকে বর্তমান জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন মহারাজ এর পক্ষে আঃলীগের মনোনয়ন দেয়ার জন্য ৭ টি উপজেলার ৭৪৭ জন ভোটারদের মধ্যে ৭০৪ জন ভোটার স্বাক্ষর করে  মাননীয়া প্রধানমন্ত্রী বরাবরে  লিখিত আবেদন করেছেন।

প্রসংগত, নির্বাচন কমিশন ৬১ টি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচননের তপসিল ঘোষনা করেছেন।তপসিল অনুযায়ী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image