
নিউজ ডেস্ক: চীন থেকে দেশে পৌঁছালো সিনোফার্মার টিকার ১৭ লাখ ডোজ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই টিকা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টিকার চালান ঢাকায় পৌঁছেছে। এরআগে ভোর ৫টা ২৫ মিনিটে বেইজিং থেকে টিকা নিয়ে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।
চীনের পক্ষ থেকে বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এই টিকা দেওয়া হচ্ছে। এই চালানসহ পাঁচ দিনে চীন থেকে প্রায় ৫৪ লাখ ৬১ হাজার ডোজ সিনোফার্মার টিকা ঢাকায় আসবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: