• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এবার পবিত্র হজের খুতবা পাঠ করবেন শায়খ আব্দুল করিম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৩ পিএম
পবিত্র হজের খুতবা পাঠ
শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা

নিউজ ডেস্ক : এ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করবেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব এবং ইসলামিক স্কলারদের সংগঠনের সভাপতি শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা।

সৌদি আরবের স্থানীয় সময় আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা পাঠ করবেন শায়খ আব্দুল করিম। একইসঙ্গে মসজিদে নামিরায় নামাজে ইমামতিও করবেন তিনি।

এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানে এ বছর হজের খুতবার জন্য শায়খ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসাকে নিযুক্ত করেন।

তিনি উচ্চ উলামা পরিষদের সদস্য এবং রাবেতাতু আল-আলাম আল-ইসলামির সেক্রেটারি জেনারেল।

মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা একজন সৌদি রাজনীতিক। তিনি দেশটির সাবেক বিচারমন্ত্রী এবং বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক হেলাল অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

পবিত্র হজের খুতবা এবার বাংলাসহ ১৪টি ভাষায় সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে লাইভ অনুবাদ সম্প্রচার হবে। আরও বেশি শ্রোতার কাছে সংযম ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image