• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৮ পিএম
মিঠামইনে
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি  কলেজের হল রুমে শনিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিঠামইন শাখার চতুবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষক মো: মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন, এড,জাহিদুল আলম জাহাঙ্গীর ( সভাপতি উপজেলা বিএন,পি মিঠামইন)। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরুল আমিন ( শিক্ষক),তামান্না আক্তার (শিক্ষক),জাহেদুর রহমান (শিক্ষক),অভিদীপ্ত দাস ( শিক্ষক),মুখলেছ উদ্দিন মিয়া (শিক্ষক), খায়রুল ইসলাম (সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি ইটনা),মো:গিয়াস উদ্দিন (সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি অষ্টগ্রাম), শামসুল হক (সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ), হাবিবা আক্তার রিপা ( যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি),নাজনীন জাহান লিলি ( সভাপতি কিশোরগঞ্জ জেলা শাখা),এড,জসিম উদ্দিন রুবেল, এড,শাহাকালাম, মাহবুব আলম, বিজয় কর রতন (সাংবাদিক), মোবারক হোসেন (সুপার),মো: আবদুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএন,পি মিঠামইন), মো:সিরাজুল ইসলাম ( সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি),মোয়াজ্জেম হোসেন শাহীন ( সাধারণ সম্পাদক জেলা প্রাথমিক শিক্ষক সমিতি),আবুল কাশেম (সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি),মো: জামাল উদ্দিন (অধ্যাপক মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ)।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষকদের ভোটিংয়ের মাধ্যমে ৪ বছরের  জন্য মিজানুর রহমান শেলীকে সভাপতি ও উওম কুমার দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, শিক্ষক উওম কুমার দাস। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image