নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ছয় দেশের রাষ্ট্রদূত এখন থেকে বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। রোববার (১৪ মে) সরকারি এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে।’
উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অতিরিক্ত প্রটোকল সুবিধা সুবিধা পেয়ে আসছিলেন। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ছয়টি দেশ ছাড়া অন্য কোনো দেশের রাষ্ট্রদূত এই সুবিধা পেতেন কি-না তা বিস্তারিত তথ্য জানা যায়নি।
সূত্র: ইত্তেফাক
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: