
ডেস্ক রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে মিথ্যাচার এবং ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহমূলক কাজের তদন্ত করছে সরকার।
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যারা রাজনীতি করে তাদের দেশে থাকার অধিকার নেই ইউএস সিনেটের কাছে বাংলাদেশে সাহায্য বন্ধ এবং লবিস্ট ফার্মে যে চুক্তি করা হয়েছে তারও কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তথ্যমন্ত্রী।
বিএনপি'র এসব অপচেষ্টা বা ষড়যন্ত্র কাজে আসবে না জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করেই বাংলাদেশ তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: