
ডেস্ক রিপোর্টার: রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে দুই টাকা বেড়েছে সব ধরনের চালের দাম।
বাজারে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল, চিনি ও ডাল। সরবরাহ বাড়ায় পাইকারিতে আলু দাম সস্তায় যদিও তা খুচরায় প্রায় দ্বিগুণ। ক্রেতা বিক্রেতারা বলছেন, শীতের সবজির দামে স্বস্তি আছে।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারে পাইকারিতে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬২/৭৬ টাকা কেজি। এছাড়া মিনিকেট ৬০/৬৫, বিআর আটাশ ৪৪/৫৪ আর মোটা গুটি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪০/৪২ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়ার অযুহাতে দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিল পর্যায়েই চালে দাম বাড়তি কেজিতে দুই টাকা। পাইকারি দামের প্রভাবে পড়েছে খুচরাতেও। বিক্রেতাও বলছেন, দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: