
নিউজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যান্য নিষেধাজ্ঞাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্রে র ্যানসম ওয়ের হামলা করতে পারে বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রসহ অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা ও জাপান। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতে রাজি হয়েছে। আসন্ন সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট সের্গেই ল্যাভরভের সাথে জেনেভায় পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে দোনেৎস্ক ও লুহানস্কে রাশিয়া শান্তিরক্ষী হিসেবে সেনা পাঠালেও তারা তা নয় বলে দাবি করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রাশিয়া ইউক্রেনের কয়েকটি অঞ্চলই নয় বরং পুরো দেশকেই ধ্বংস করতে চায় বলে এক সাক্ষাৎকারে দাবি করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুবেলা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: