
বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জম্ম বার্ষিকী পালন উপলক্ষে বুধবার সকালে জাতীয় সংসদের স্পিকারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ও উপজেলা আলীগের সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদের পক্ষে উপ উপাচার্য সরিফা সালোয়া ডিনা, জেলা প্রশাসকের পক্ষে এডিসি শিক্ষা রায়হান শাহ্, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ড.এম এ ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়াদত হোসেন বকুল, এসি ল্যান্ড খায়রুল ইসলাম, দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন, রেজিষ্ট্রার বিভাগ, রংপুর ইন্সষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, রংপুর জেলা পুলিশ, পীরগঞ্জ থানা পুলিশ, শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেসবাহুর রহমান, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, ভেন্ডবাড়ি ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,পাচগাছি ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া, ভেন্ডবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাদ যোহর ‘জয়সদন’ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা শেষে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ রফিকুল ইসলাম ফারাজী।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী পীরগঞ্জের ফতেপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবার আব্দুল কাদের মিয়া ও ময়জান্নেছার ঘরে ৪র্থ ছেলে ড.এম এ ওয়াজেদ মিয়া জন্ম নেন। তিনি ২০০৯ সালের ৯ মে ঢাকায় মৃত্যুবরণ করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: