• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে কোরবানির বর্জ্য ২৪ ঘন্টার মধ্যেই অপসারণ হবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১০ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম
২৪ ঘন্টার মধ্যেই অপসারণ হবে
ময়মনসিংহ সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ:   ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, পশু কোরবানীর পর দ্রুততম সময়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ময়মনসিংহ উপহার দেওয়া হবে। এর আগেও আমরা সিটি কর্পোরেশনের কোরবানী বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারন করেছি, এ বছরও ব্যতিক্রম হবেনা।

পবিত্র ঈদ আজহার পশু কোরবানী পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এক বার্তায় মেয়র এসব জানান।  তিনি আরও জানান, সিটির ৩৩ টি ওয়ার্ডে এবার পশু কোরবানীর জন্য ৪৫০ টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব পয়েন্টে ইতোমধ্যে বর্জ্য সংগ্রহের বস্তা, ব্লিচিং পাওডার ও ফিনাইল সরবারহ করা হয়েছে। পশু কোরবানী বর্জ্য ও কোরবানী হাটের বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদ উল আজহায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কোরবানী বর্জ্য ব্যবস্থাপনায় ৬০০ পরিচ্ছন্নতা কর্মী, ১ টি এসকাভেটর, ২ টি লোডার, সিটি কর্পোরেশনের সকল বর্জ্য সংগ্রহকারী গাড়ি এবং জীবাণুনাশক পানি ছিটানোর  ৫ টি গাড়ি এ কাজে ব্যবহৃত হবে।

অবশেষে মেয়র পবিত্র ঈদ উল আজহায় সকলকে শুভেচ্ছা জানান এবং বর্জ্য ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image