
মশিয়ার রহমান, জলঢাকা, নীলফামারী: জলঢাকায় পরিদর্শনে এসে ভূমি অফিসে বৃক্ষরোপণ কর্মসূচী সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
রোববার (৪ জুন) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচী ও উপজেলা পরিষদে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিশ্বদেব নাথ, ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ও মানিক প্রমুখ।পরে, উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ব্যারাক নির্মাণ কাজের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: