ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযানে ১১ হাজার ৮৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের মৃত মুলু হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫), ও একই উপজেলার গণেশরামপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে অন্তর (১৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির একটি বিশেষ টহলদল দুপুরে কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১১ হাজার ৮৭৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রাকিব ও অন্তরকে আটক করা হয়। বিপুল পরিমাণ এই মাদকের মূল্য ৩৫ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: