• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেলান্দহে চার্জ থেকে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৪৬ পিএম
মেলান্দহে চার্জ থেকে
বিদ্যুৎস্পৃষ্টে অটোরিক্সা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলায় চার্জ থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মামুনুল হক নামে এক চালক মারা গেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পৌরসভার শাহজাদপুর ব্রাম্মনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি মোঃ মামুনুল হক (২৭) ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করছেন মেলান্দহ থানার ডিউটি অফিসার (এসআই) দিলীপ কুমার সরকার।

স্থানীয়সূত্রে জানা যায়, মামুনুল হক পেশায় একজন অটোরিক্সা চালক প্রতিদিনের মতো বাইরে ভাড়া খেটে অটোরিক্সা নিয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন। নিজের বসতঘরের পাশেই অটোরিক্সা চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে সারারাত চার্জ শেষে সকাল ৭টা দিকে গোসেল শেষে ভেজা শরীরে  চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
পরিবারের কর্মক্ষম ব্যক্তির মৃত্যুতে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে মেলান্দহ থানার ডিউটি অফিসার (এসআই) দীলিপ কুমার সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image