
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতু পূর্ব টাঙ্গাইল অংশের টোলপ্লাজা দিয়ে ২৭ হাজার ৩৫৮টি যানবাহন পার হয় এবং এতে টোল আদায় হয় ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। আর সেতু পশ্চিম সিরাজগঞ্জ অংশের টোলপ্লাজা দিয়ে যানবাহন পার হয় ১৫ হাজার ৭টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।
আহসানুল কবীর পাভেল জানান, বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: