নিজস্ব প্রতিবেদক : ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর মতিঝিলে একটি কমিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এই নির্বাচনে ১৯টি পদের জন্য মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০৮ জন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ ইব্রাহীম খলিল এবং মোঃ জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জয়নাল আবদীন, মোঃ সানাউল হক, এবং মোঃ হারুন অর রশীদ। সম্পাদক পদে মোঃ খোকন এবং মোঃ মোশারফ খান প্রতিদ্বন্দ্বিতা করেন। কোষাধ্যক্ষ পদে মোঃ নাছির উদ্দিন সরকার এবং মোঃ সাহাদাত হোসেন প্রার্থী হন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মোঃ রবিউল হোসেন এবং মোঃ সুলতান মিয়া। এছাড়াও, ক্রীড়া সম্পাদক পদে মোঃ জাকের হোসেন এবং মোঃ শামীম আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর এবং জাহিদ খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করেন।
ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ আবুল হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ রতন মিয়া, মোঃ খোকন, মোঃ ইব্রাহীম, নুর মোহাম্মদ এবং রুবেল।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সম্পাদক মোঃ আজিম উদ্দিন, প্রচার সম্পাদক মানিক মৃধা, ধর্ম সম্পাদক লাল মিয়া, এবং আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজু চৌধুরী।
ভোট গ্রহণ চলাকালে প্রার্থীরা জানান, সকাল থেকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। যেহেতু সবাই ব্যবসায়ী, তাই প্রার্থীদের মধ্যে পারিবারিক সম্পর্ক বজায় রয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
নির্বাচন কমিশনার মোঃ হেলাল উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আনিসুল ইসলাম সিকিম, এবং মোঃ জাহান উল্লাহ জানান, সকাল থেকে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। তারা আশা করেন, প্রার্থী এবং ভোটাররা নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: