• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলছে চীন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম
সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যম
সীমান্ত খুলছে চীন

নিউজ ডেস্ক:  অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলছে চীন। টানা তিন বছর পর চীন প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া আবার শুরু করতে চলেছে। কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে তারা বিদেশী পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। বুধবার থেকে সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি যারা ২০২০ এর ২৮ মার্চের আগে ভিসা পেয়েছিলেন এবং মেয়াদ এখনও আছে, তারাও চীনে প্রবেশ করতে পারবেন। ক্রুজ জাহাজের জন্য হাইনান দ্বীপ এবং সাংহাইতে ভিসা-মুক্ত প্রবেশ আবার শুরু হবে।

হংকং এবং ম্যাকাও থেকে ট্যুর গ্রুপগুলিকে ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং বিদেশে চীনা কনস্যুলার অফিসগুলোও ভিসার আবেদনগুলো পুনরায় শুরু করবে।

চীনের অর্থনীতি প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধির মুখোমুখি হয়েছে। এখন সীমান্ত খুলে দেওয়ায় পর্যটন খাত দেশটির অর্থনীতিতে গতি আনতে সহায়তা করবে। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image