
সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার দুর্গাপুরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার দূর্গাপূরে তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস শেষে সরিষার নমুনা শস্য কর্তন, মসলা ফসল চুইঝাল ও আলুর মাঠ পরিদর্শন করা হয়।
তানোর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে - অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ উম্মে ছালমা, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোসাঃ শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহাদাৎ হোসেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: