• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগরে নৌকাডুবে দুইজন নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০২ পিএম
নবীনগরে নৌকাডুবে
দুইজন নিহত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (০১ মার্চ) দুপুর সোয়া ৩টার দিকে উপজেলার সীতারামপুর এলাকার তিতাস নদীতে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন  উপজেলার বড়াইল ২নং ওয়ার্ডের প্রহল্লাদ চৌধুরীর মেয়ে নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী,অপরজন পাশ্ববর্তী  রায়পুরা উপজেলার মির্জারচরের হাফেজ ফারুক মিয়ার ছেলে  হাফেজ মোঃ মাহমুদ উল্লাহ।

নবীনগরের ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। এসে জানতে পারলাম ১০০ বস্তা সিমেন্ট সহ ৫০ জন যাত্রী বোঝাই নিয়ে পিলারের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। দুজন যাত্রী নিহত হন তবে কোন নিখোঁজ এর খবর পাওয়া যায়নি। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, দুপুরে নবীনগর থেকে একটি যাত্রীবাহী নৌকা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচরে যাচ্ছিল। পথিমধ্যে সীতারপমপুরে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই নৌকার দুই যাত্রী মারা যান।

তিনি আরও জানান, নৌকা ডুবির পর মাঝি ও তার সহযোগী পালিয়ে যায়। বাকি যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image