আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কে। এতে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সানা নিউজের প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলি হামলায় সাফা আহমদ নামে তাদের টেলিভিশন প্রেজেন্টার নিহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তায় এক গাড়িতে আগুন জ্বলছে।
তিনজন নিহত বেসামরিকের মধ্যে ওই নারী প্রেজেন্টারও আছেন কিনা- তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।
লেবাননে ইসরায়েলের একের পর এক অতর্কিত হামলার মধ্যেই সিরিয়ায় এই হামলার ঘটনার খবর এলো। গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭২ জন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: