দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নশিপুরে অবস্থিত বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের অবিলম্বে পদত্যাগ ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন দিনাজপুরবাসী ও ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার (২৫ আগস্ট ) সকাল ১১টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে
গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দুর্নীতিবাজ অর্থ আত্মসাৎকারী ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের পদত্যাগ ও তার বিচারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির প্রধান ও গম গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী মোঃ আসাদুজ্জামান বুলেট, শ্রমিক নেতা মোঃ সুলতান আলী মজনু, মোঃ মোখলেছুর রহমান, মোঃ মতিউর রহমান প্রমুখ।
এর আগে সকালে শ্রমিক কর্মচারীরা মানববন্ধনের প্রস্তুতি নিলে এস এ রুবেল ও ডিজির গাড়ী চালক মিজানুর রহমানের নেতৃত্বে ইনস্টিটিউটের কর্মকর্তা শ্রমিক কর্মচারীদের মানববন্ধনে হামলা করে। এ ঘটনায় গম গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান চৌধুরী ও মোঃ নূরে আলম নামে দুজন আহত হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: