• ঢাকা
  • সোমবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিদেশি মিশনের নিরাপত্তা বজায় রাখবে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম
প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।’
usa flag

নিউজ ডেস্ক:  মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্যায়ন করে। আমরা প্রত্যাশা করি, (বাংলাদেশ) সরকার আমাদেরসহ (যুক্তরাষ্ট্র) সব বিদেশি মিশন ও কর্মীদের নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।’

বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, ‘কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুসারে, সব দেশকে অবশ্যই কূটনৈতিক মিশনগুলোর সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে। এছাড়া কর্মীদের ওপর যে কোনো আক্রমণ প্রতিরোধে সকল কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।’

মার্কিন ভিসা নীতিতে গণমাধ্যম বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিয়েছি। যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিনষ্টের জন্য দায়ী বা জড়িত বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘ভিসা নীতি নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত যে কোনো বাংলাদেশির জন্য এটি প্রয়োগ করা যেতে পারে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image