
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অন্যতম বৃহত্তর টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলে একশ’ কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। দুটি প্রতিষ্ঠানই জানিয়েছে এর ফলে ভারতী এয়ারটেলের ডিজিটাল অফার আরও গতিশীল হবে।
এশিয়ার অন্যতম বৃহত্তর অর্থনীতির দেশটিতে প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ছে। এয়ারটেলের ছাড়াও দেশটির আরও কয়েকটি প্রতিষ্ঠানে মোটা অংকের বিনিয়োগ করেছে গুগল।
এদিকে গুগলের বিনিয়োগ খবর ছড়ানোর পরপরই ভারতী এয়ারটেলের শেয়ারের দর বেড়েছে অন্তত ৬ দশমিক ৬ শতাংশ। নয়া দিল্লিভিত্তিক প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার ৭শ' ৩৪ রুপিতে কিনছে গুগল।
নতুন ব্যবসায়িক মডেলের মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও ডিজিটালাইজেশনের মাত্রা বৃদ্ধিতে এই বিনিয়োগ ভূমিকা রাখবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
প্রায় দেড় বছর আগে ২০২০ সালের জুলাই মাসে ইকুইটি চুক্তি ও অন্যান্য মাধ্যমে গুগল ভারতে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এক হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে।
এর আগে ২০২০ সালের জুলাই মাসে গুগল ভারতের রিলায়েন্স ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্মসে সাড়ে চারশ’ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এর বিনিময়ে, মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট ভারতী এয়ারটেলের এই প্রতিদ্বন্দ্বীর পরিচালনা বোর্ডে ঢোকার সুযোগ পায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: