নিউজ ডেস্ক : গাজীপুর জেলা কারাগারের ভেতরে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম।
জানা গেছে, সকাল ১১টার দিকে হঠাৎ করেই কারাগার থেকে গোলাগুলির শব্দ আসে। প্রায় দু'ঘণ্টা পর দুপর পৌনে ১টার দিকেও গোলাগুলি চলছিল। মুহুর্মুহূ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।
গাজীপুর জেলা কারাগারের অবস্থান জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই। দেশের বিভিন্ন কারাগারের বন্দীদের বিক্ষোভের খবর পেয়ে গাজীপুর জেলা কারাগারের বন্দীরাও বিক্ষোভ শুরু করেন।
কারাবন্দীরা মুক্তির দাবিতে আজ বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে গুলি ছোড়া হয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আর কোনো গুলির শব্দ পাওয়া যায়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: