• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুরে থানা ভাঙচুর, আ.লীগ নেতাদের বাড়িতে দফায় দফায় আগুন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
আ.লীগ নেতাদের বাড়িতে দফায় দফায় আগুন
লক্ষ্মীপুরে থানা ভাঙচুর

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর পেয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর ও রামগঞ্জ থানা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

এর মধ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেলে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

অন্য দিকে বিকেলে বিভিন্ন সময় লক্ষ্মীপুর জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, হ্যাপি হল এলাকায় লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, ফায়ার সার্ভিস এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও আজিম শাহ মার্কেট এলাকায় সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানোর জন্য কারো কোনো উদ্যোগও দেখা যায়নি।

এর পূর্বে গত রোববার (৪ আগস্ট) বিকেলেও লক্ষ্মীপুর জেলার আওয়ামী লীগ নেতা নয়ন, যুবলীগ নেতা টিপু ও ছাত্রলীগ নেতা সোহেলের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এছাড়াও নয়ন ও সোহেলের বাসার আগুন লাগলে ফায়ার সার্ভিস ওই দিন সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল সোমবার বিকেলে ফের আগুন ও বাসার মালামাল লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও শহরে একটি মোটরসাইকেলে আগুন দিতে দেখা গিয়েছে।

অন্য দিকে আওয়ামী লীগ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুরো লক্ষ্মীপুর জেলা জুড়ে বিজয় মিছিল করছেন।

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে সাটানো আওয়ামী লীগের ব্যানার-পেস্টুন ছিঁড়ে ও ভেঙে আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image