
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর উপজেলার ছাইকোলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বাউল মেলা। গত ২০ নভেম্বর রাতে বাউল মেলায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানছিনা খাতুন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। বাউল মেলার আয়োজক ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছাইকোলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নুরু।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল সম্রাট শফি মন্ডল। এছাড়া ২ দিনে বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: