• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাসিক মেয়র লিটনের সাথে মসিক মেয়র টিটু’র সৌজন্য সাক্ষাৎ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৮ পিএম
রাসিক মেয়র, মসিক মেয়র, টিটু,
রাসিক মেয়র লিটনের সাথে মসিক মেয়র টিটু’র সৌজন্য সাক্ষাৎ

 

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ :  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর  জননন্দিত মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে তার রাজশাহী উপ-শহরের বাসভবনে সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এসময় দুই মেয়র সমকালীন রাজনীতি, নগরীর উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনায় অংশ নেন।

এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 

উনসত্তরের গণঅভ্যুত্থান চলাকালে পাকসেনাদের গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ড. মোহাম্মদ শামসুজ্জোহা। তিনিই এদেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বুদ্ধিজীবী। 
বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. মুহম্মদ শামসুজ্জোহা এর সমাধি ও স্মৃতি ফলকে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 

এ সময় রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান, মসিকের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব  প্রমুখ উপস্থিত ছিলেন।
 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image