
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রামের পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় নারী পুরুষ সহ ১৪ জন যাএী আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে। ৯ই মার্চ বৃহস্পতিবার ভোরে অষ্টগ্রাম-বাজিতপুর সড়কে হুমায়ুন পুরের নিকটে দুটি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটো উল্টে ৫জন যাএী আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে।
আহতরা হলেন, রমজান ( ২৫), শিখা (৩৫), আকবর (৫০),রিমা(১৫), সুলতান(৫০), তাদেরকে ভাগলপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঘটনার দিন ভোরে বাজিতপুর অষ্টগ্রাম সড়কে হাসান পুর থেকে দুটি অটোরিক্সা ১০ জন যাএী নিয়ে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়।পথে হুমায়ুন পুরের নিকটে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে অটো দু,টির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে।এতে মোটরসাইকেল আরোহি সহ ৫জন যাএী আহত হয়।
অন্যদিকে একই দিন মিঠামইন -কাদিরখলা ডুবো সড়কে অপর এক দূর্ঘটনা ঘটে।কাদিরখলা থেকে ৫ জন যাএী নিয়ে একটি অটোরিক্সা মিঠামইন উপজেলা সদরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।পথে কেওয়ারজোর ইউনিয়নের তেলিখাই গ্রামের নিকটে একটি মাল ভর্তি ট্রাক এসে অটোরিক্সাকে ধাক্কা দিলে খাদে পড়ে গিয়ে ৫ জন যাএী আহত হয়।এতে তিনজন মহিলা সহ ২ জন পুরুষ আহত হয়।তাদেরকে মিঠামইন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সুশীল বৈষ্ণব (৫৫)গুরুত্বর আহত হয়েছে।
একই সড়কে একই স্থানে ১ঘন্টার ব্যাবধানে অপর এক সড়ক দুর্ঘটনা ঘটে। কাদিরখলা থেকে একটি মোটরসাইকেল দু,জন যাএী নিয়ে মিঠামইন আসছিল।
পথে তেলিখাইয়ের নিকটে একই স্থানে ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল খানী যাএী সহ খাদে পড়ে যায়।এতে মোটরসাইকেল চালক মিজান (৩৫)গুরুতর আহত হয়।প্রথমে মিঠামইন উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কা যখন অবস্থায় ভাগলপুর মেডিকেল হাসপাতালে প্ররণ করা হয়েছে। অপর যাএী শফিকুল(২৫) মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অপর এক সড়ক দুর্ঘটনা ঘটে মিঠামইন কাটখাল সড়কের ঘাগড়া আশ্রমের নিকটে।
ঘাগড়া বাজার থেকে গোধর গোস্বামী আখড়ার সেবায়েত ব্রজেন্দ্র বৈষ্ণব (৭০) অটোরিক্সা নিয়ে আশ্রমে যাওয়ার পথে আশ্রমের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল এসে রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দিলে গুরুতর আহত হয়।বর্তামানে সে মিঠামইন উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
অন্য দিকে মোটরসাইকেল চালক জামাল (৩০) কে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি বলে মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: