
বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর বিরামপুর উপজলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাÍন্তিক কৃষকদেরর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলা চত্বর এলাকায় ও ৭টি ইউনিয়নের ১১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কজি করে সরিষা বীজ, ১০ কজি ডিএপি ও ১০ কেজি হারে এমওপি বিতরণ করা হয়েছে।
বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চদ্র পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানুসহ প্রমূখগণ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / রেজওয়ান আলী
আপনার মতামত লিখুন: