
নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও তেল-গ্যাস এবং পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গণফোরামের একাংশের নেতারা দাবি করেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ সরকারের নিয়ন্ত্রণহীনতা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও তেল-গ্যাস এবং পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণফোরাম (একাংশ) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান বুলুর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার আফ্রিক বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির অন্যতম কারণ বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা লুটপাট, দুর্নীতি, জনগণের পকেটের পয়সা আত্মসাৎ করায় ব্যস্ত।’
গণফোরাম নির্বাহী সভাপতি মহসিন রশিদ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এই অবৈধ সরকারের কোনো চিন্তাই নেই। তারা জনগণ নিয়ে ভাবে না। জনজীবনের মান নিয়ন্ত্রণে তাদের কোনো উদ্যোগ নেই।’
তিনি আরও বলেন, ‘জনতার ওপর তাদের দায়বদ্ধতাও নেই কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা নির্বাচিত রাতের ভোটে। একটি প্রতারণার মধ্য দিয়ে ভোটাধিকার হারানোর মাধ্যমে এই দুঃশাসনের কবলে পড়েছি। অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে জনগণের সাথে তামাশা করা হচ্ছে।’
আওয়ামী লীগ সরকারকে হুশিয়ার করে মহসিন রশিদ বলেন, ‘আপনাদেরকে বলছি, জনগণকে নিয়ে আর খেলবেন না। পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। পূর্বের স্বৈরাচারদের পতন কিভাবে হয়েছিল তা দেখে শিক্ষা নিন। আমরা আপনাদের থেকে কিছুই আশা করি না শুধু একটাই চাওয়া ক্ষমতা ছেড়ে দিয়ে এদেশের জনগণকে মুক্তি দিন। নইলে জনতা আপনাদেরকে অবৈধ সিংহাসন থেকে টেনেহিচড়ে নামাবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, শেখ শহিদুল ইসলাম, রিয়াদ হোসেন, আনোয়ার ইব্রাহীম, এশেক আলী আশিকসহ কেন্দ্রীয় নেতারা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: