
রিপন সরকার, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি জেলা সদরের শিল্প কলা একাডেমির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহীদ তালুকদার।
নাটাব খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালের আরএমও ডা. রিপল বাপ্পি চাকমা, নাটাবের কর্মকর্তা মোঃমাঈন উদ্দিনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ‘
সভায় বক্তারা বলেন, যক্ষ্মা মানুষের শরীরে দু’টি অংশে চোখ ও নাক ছাড়া শরীরে যেকোনো অংশে হতে পারে। যক্ষ্মা হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। পাশাপাশি যক্ষ্মা রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যক্ষ্মারোগীকে পরিমিত, নিয়মিত, ক্রমাগত ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেতে হবে। কয়েক মাস ওষুধ খেয়ে অসমাপ্ত রাখলে পরবর্তিতে যক্ষ্মা রোগ হলে রোগীর ওষুধ খেলেও কার্যকারী হবে না। তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করার পরামর্শ দেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: