
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রতিটি খাতের উন্নয়ন করা।
৭৫-পরবর্তী সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অগ্রযাত্রা থামিয়ে দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসকরা ভালো কথা বলে ক্ষমতায় এলেও প্রকৃতপক্ষে তারা দেশের মানুষের কোনো উপকার করতে পারে না।
রোববার (৯ জুলাই) নিজ কার্যালয়ে 'প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪'-এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই গবেষণার ওপর বেশি জোর দেয়া হয়েছে। শিক্ষাসহ বিভিন্ন বিভাগের গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
আওয়ামী লীগ সরকার পিএইচডির জন্য যেসব বরাদ্দ দিয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করে দেয় বলেও জানান তিনি।
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মানুষ নৌকায় ভোট দেবে এমন ধারণা থেকে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া। যে কটা কাজ ছিল গণমুখী–২০০১ সালে ক্ষমতায় এসে সবই বন্ধ করে দেয় বিএনপি-জামায়াত জোট সরকার।
তিনি বলেন, ‘আমাদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। মেধা বিকাশের সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। প্রযুক্তিনির্ভর শিক্ষা ও চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী জনবল গঠনে জোর দেয়া হচ্ছে। বাংলাদেশ বিশ্বের সঙ্গে সমান তালে এগিয়ে যাবে। পিছিয়ে থাকবে না।’
সরকারপ্রধান বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না, বাংলাদেশ এগিয়ে যাবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: