• ঢাকা
  • শনিবার, ৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহ বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০১ পিএম
ময়মনসিংহ বিভাগীয়
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : বৃহস্পতিবার (২২ জুন)  ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের প্রস্তুতি এবং এ সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতি, কার্যক্রম সম্পর্কে সভায় আলোকপাত করা হয়। বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় UNDP এর ভূমিকা এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় UNDP বাংলাদেশ সরকারকে সক্রিয়ভাবে সাহায্য এবং সহযোগিতা করে চলেছে। 

সভায় জানানো হয়, বিগত ২৭ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের প্রায় ১৫ মিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতি হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের গৃহীত উদ্যোগ ও সহযোগিতায় দুর্যোগকালীন ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দেশের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় এই সক্ষমতার প্রতিফলন পাওয়া যায়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি সম্পর্কে জানতে এবং তাদের উৎসাহিত করতে এই সভার আয়োজন করা হয়েছে। জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা থাকলেও অগ্নি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি পর্যাপ্ত নয়। আবার অগ্নিকান্ডজনিত দুর্ঘটনা মোকাবিলার সময় উৎসুক জনতাও অন্যতম প্রধান বাধার কারণ হয়ে দাঁড়ায়। অপরিকল্পিত নগরায়নের ফলাফল স্বরূপ ভূমিকম্প আমাদের দেশে এক মহাদুর্যোগ হিসেবে আবির্ভূত হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাহায্যকারী সংগঠনগুলোকে ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। দেশে বিভিন্ন সময়ে সংঘটিত দুর্যোগ মুহূর্তে স্বেচ্ছাসেবীদের ভূমিকাকে তিনি প্রশংসিত করেন। 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন, দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী। তাই দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের দেশের সংশ্লিষ্ট বিভাগ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানেরও নির্দেশনা দেন তিনি। 

সভায় অন্যান্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, UNDP এর প্রতিনিধি, স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image